মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন রাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজন নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক হিসেবে পরিচয় দেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও শেখ রাসেল মেমোরিলায় সমাজকল্যাণ সংস্থাসহ আওয়ামী লীগ ঘরনার একাধিক সংগঠনের সাথে সক্রিয় ছিলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর সংঘটিত হামলার ঘটনায় রুজুকৃত মামলার এজাহার নামীয় আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করে আসছিলেন বলে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এই তথ্য জানায়।
রাজন হোসেন তৌফিক সদর উপজেলার আমতৈল ইউনিয়নের মাসকান্দি গ্রামের রুস্তম উল্ল্যাহর ছেলে।
উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর মৌলভীবাজার সার্টিক হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন রাজন অংশ নেয়। কর্মশালা শেষে আনুষ্ঠানিক ভাবে সার্টিফিকেট তুলে দেয়া হয় তার হাতে। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় ওঠে। ওই অনুষ্ঠানে কিভাবে সে আমন্ত্রণ পেল বা কারা তাকে নিয়ে আসলো এমন প্রশ্ন উঠে। পরে রাতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন