শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ১০:৩২ পিএম

সেফুদার ‘মৃত্যু’ নিয়ে চাচাত ভাই যা জানালেন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ১০:৩২ পিএম

সেফায়েত উল্লাহ সেফুদা। ছবি- সংগৃহীত

সেফায়েত উল্লাহ সেফুদা। ছবি- সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা, অষ্ট্রিয়া প্রবাসী ও অনলাইন একটিভিস্ট সেফায়েত উল্লাহ সেফুদা মারা গেছে, এমন গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসুবক)। এই সংবাদটি নিতান্তই গুজব নিশ্চিত করেছেন তার আত্মীয়-স্বজন এবং স্থানীয় জনপ্রতিনিধি। এছাড়া সেফুদা নিজেও অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে তার ব্যক্তিগত ফেসবুকে লাইভে এসে গুজবের বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সেফুদার চাচাত ভাই আবু সালেহ মো. সেলিম সেফুদার মৃত্যুর বিষয়টি গুজব নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজকে আমার সাথে তার কথা হয়নি। তবে বিকেলে তার ফুফাত ভাই ও ওয়ারুক বাজার পরচালনা কমিটির সেক্রেটারি ইরানের সাথে কথা হয়েছে মোবাইলে। সেফুদা তাকে বলেছেন গুজব ছড়িয়েছে জেনেই আমাকে ফোন দিয়েছ। পরে দুজনে কুশল বিনিময় করেন।’

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ‘সেফুদার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম মজুমদারের ছেলে সাগরের সাথে বিকেলে আমার কথা হয়েছে। তখন সেফুদার মৃত্যুর বিষয়ে কোনো কথা বলেননি। তবে আজ দুপুর থেকে ফেসুবকে মৃত্যু নিয়ে গুজব ছড়াচ্ছে।’

এদিকে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে ওই দেশি সময় সকালে ব্যক্তিগত ফেসবুকে লাইভে এসে তার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরনের মিথ্যা প্রচার করছে বলে জানান সেফায়েত উল্লাহ সেফুদা।

জানা গেছে, সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চেড়িয়াড়া গ্রামের মৃত হাজী আলী আকবরের ছেলে। সেফুদার বাবা তিনটি বিয়ে করেন। সব মিলিয়ে সেফুদার ভাই-বোন ১৫ জনেরও বেশি। জানা গেছে, সেফুদার আপন ভাই-বোনের সংখ্যা আট জন। তবে কারও সঙ্গে তার কোনো সর্ম্পক নেই।

সংসার জীবনে সেফুদার এক সন্তান রয়েছে। স্বপ্নীল নামে ওই সন্তান থাকে ফিনল্যান্ডে। তার স্ত্রী থাকেন ঢাকায়। প্রায় ৩৫ বছর আগে সেফুদা অস্ট্রিয়ার ভিয়েনায় চলে যান।

Shera Lather
Link copied!