আধুনিকতার চাপে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা, রশি টানাটানি ও বাঁশে হাঁটার মতো লোকজ খেলার প্রদর্শনী।
শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
গ্রামীণ ঢোল-বাদ্যের তালে নেচে ও দৃষ্টিনন্দন অঙ্গভঙ্গির মাধ্যমে শুরু হয় লাঠি খেলা। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে লাঠিয়ালদের কৌশলী কসরত মুগ্ধ করে দর্শকদের। এরপর রশি টানাটানির খেলায় অংশ নেয় দুটি দল। রশির দুই প্রান্ত ধরে টানাটানির মাধ্যমে এক দল অপর দলকে পরাজিত করে।
এছাড়াও খুঁটির উপর স্থাপিত সরু বাঁশের ওপর দিয়ে হাঁটার খেলায় অংশগ্রহণকারীদের ভারসাম্য রক্ষা করার চমৎকার দক্ষতা ছিল দেখার মতো। কেউ মাঝপথে পড়ে গেলে তিনি বাদ পড়েন।
 
দর্শকদের মধ্যে নানা বয়সী নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। করতালির মাধ্যমে তারা খেলোয়াড়দের উৎসাহিত করেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ আনন্দঘন আয়োজন। স্থানীয় ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগীরা খেলায় অংশ নেন।
দর্শকদের একজন জানান, ‘বহুদিন পর এমন গ্রামীণ খেলা উপভোগ করতে পেরে খুব ভালো লাগছে। আমরা চাই প্রতি বছর এমন আয়োজন হোক।’
একজন খেলোয়াড় বলেন, ‘এই খেলাগুলো দেখতে গ্রামে অনেক মানুষ জড়ো হন। বিনোদনের পাশাপাশি আমরা লোকজ ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন জায়গায় এ খেলা প্রদর্শন করি।’
 
আয়োজক কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রঞ্জু মিয়া বলেন, ‘যুবসমাজকে মাদকমুক্ত রাখার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও নিয়মিতভাবে আমরা এমন আয়োজন করে যাবো।’
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, মাহমুদা সালাম মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক সরোয়ার কবির রিপন, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মুন্না এবং যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

 
                            -20250727230832.webp) 
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন