ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে ভবিষ্যতে দেশে মানবাধিকারের মান আরও সমুন্নত থাকবে। সামাজিকভাবে মব তৈরির প্রবণতাও নিয়ন্ত্রণ করতে হবে।
রোববার (২৭ জুলাই) দুপুরে সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের পিএইচএ ভবনে আয়োজিত ‘জুলাই স্মরণসভা ও আলোচনা’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইলিশ প্রসঙ্গে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বৃষ্টির পরিমাণ কম হওয়ায় ইলিশের সরবরাহ কিছুটা কমেছে। তবে চাহিদা পূরণ ও বাজারে স্থিতিশীলতা আনতে সরকারের নজরদারি অব্যাহত আছে।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়েও সরকার আন্তরিক।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন