ইউক্রেনে চলমান অভিযানে রাশিয়ার বাহিনী ২৪ ঘণ্টায় ৫৩টি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট ও আটটি স্টারলিংক স্যাটেলাইট স্টেশন ধ্বংস করেছে বলে জানিয়েছে মস্কো।
রোববার (২৭ জুলাই) রুশ বার্তা সংস্থা তাসকে ব্যাটলগ্রুপ ইস্টের মুখপাত্র আলেকজান্ডার গোর্দেয়েভ বলেন, বিশেষ সামরিক অভিযানে ‘শত্রুপক্ষের আনুমানিক ১৯০ জন সেনা, একটি সাঁজোয়া যান, আটটি মোটরযান, আটটি স্টারলিংক স্টেশন ও ১৩টি ইউএভি নিয়ন্ত্রণ পোস্ট ধ্বংস হয়েছে।’
ব্যাটলগ্রুপ ওয়েস্টের মুখপাত্র লিওনিদ শারভ জানান, গত ২৪ ঘণ্টায় তাদের অভিযানে ২২০ জনের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে এবং ৪১টি ইউএভি নিয়ন্ত্রণ পোস্ট ধ্বংস হয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের জেলেনি গাই এবং দনিপ্রোপেট্রোভস্ক ওব্লাস্টের মালিভকা গ্রাম তাদের নিয়ন্ত্রণে এসেছে। মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রতিবেদনে আরও বলা হয়, রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনীয় বাহিনীর পাঁচটি হিমারস রকেট এবং ২৫৭টি ড্রোন ধ্বংস করেছে।
অন্যদিকে ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, শনিবার বিকেল পর্যন্ত ফ্রন্টলাইনে ৬৯টি যুদ্ধ সংঘটিত হয়েছে এবং তারা রাশিয়ার বহু আক্রমণ প্রতিহত করেছে।
আপনার মতামত লিখুন :