হিমেল আল ইমরান রাজৈর মাদারীপুর বিএনপি করা মানে হাতির সঙ্গে পিঁপড়ার লড়াই
জানুয়ারি ২৬, ২০২৫, ০৬:২১ পিএম
রাজৈর মাদারীপুর বিএনপি করা মানে হাতির সঙ্গে পিঁপড়ার লড়াই। শেখ হাসিনার রোষানলে পরে কেউ কথা বলতে পারে নাই, কারো কোন বাক স্বাধীনতা ছিলো না। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. হিমেল আল ইমরান এ মন্তব্য করেছেন।তিনি আরোও বলেন, এটা আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানেন, এই রাজৈর, মাদারীপুর একটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা,...