মাদক-অস্ত্রের আখড়া জেনেভা ক্যাম্প
ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০১:৪০ এএম
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প যেন মাদক ও অস্ত্রের স্বর্গরাজ্য। সেখানে অন্তত ১২ থেকে ১৫টি স্পটে প্রকাশ্যে চলছে মাদকের বেচাকেনা।বুনিয়া সোহেল, চুয়া সেলিম, বড় রাজা, পিচ্চি রাজা টুনটুন ও মনুসহ শীর্ষ অন্তত ২৫ থকে ৩০ জন মাদক কারবারি এসব স্পট নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে।দীর্ঘদিন ধরে বিহারি অধ্যুষিত এ ক্যাম্পে মাদকের এমন...