রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শাহ আলম (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।
সোমবার (১১ আগস্ট) দুপুরের পর জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টর এলাকায় এই ঘটনা ঘটে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন শাহ আলম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল নামে এক যুবককে চাপাতিসহ আটক করা হয়। পরে সেলিম নামের আরেকজনকেও গ্রেপ্তার করে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ‘ঘটনাটি মূলত মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে পিচ্চি রাজা গ্রুপ ও বুনিয়া সোহেল গ্রুপের দীর্ঘদিনের বিরোধের জেরে ঘটেছে। এই দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে।’
পুলিশ আরও জানিয়েছে, জেনেভা ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষে আর কেউ আহত হয়েছেন কি না এবং আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

-20250605013539.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন