উলের চাদর তৈরিতে ব্যস্ত দুপচাঁচিয়ার তাঁতীরা
নভেম্বর ২০, ২০২৫, ০১:৫৭ পিএম
উলের চাদর তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তাঁতীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাঁতপল্লী খট্ খট্ শব্দে মুখরিত।
উপজেলার নওদাপাড়া, দেবখন্ড, সানাপাড়া, জিয়ানগরের ভেঁপড়া, বারাহী, বাঁকপালসহ বেশ কয়েকটি গ্রামের অন্তত চারশ পরিবার শীতের সময় চাদর ও অন্য সময় গামছা তৈরি করেন। শীত মৌসুমের শুরুতে নারী-পুরুষদের চাদর তৈরিতে সার্বক্ষণিক...