লোকসানে পেশা বদলেছেন অনেকে উৎপাদন খরচ বাড়ায় দুর্দিনে কাকিনার তাঁত শিল্পীরা
নভেম্বর ৯, ২০২৪, ০৩:০৩ পিএম
কয়েক বছর আগেও ভোরের আলো ফুটতেই তাঁতের খট খট শব্দে মুখরিত হতো তাঁতপল্লিগুলো। কিন্তু দফায় দফায় তাঁত কাপড়ের কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছে না প্রান্তিক তাঁতীরা। এ কারণে একের পর এক তাঁতকল বন্ধ হওয়ায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী তাঁত শিল্প।আধুনিক যুগে প্রতিযোগিতায় টিকতে না পেরে অব্যাহত লোকসানে দুর্দিন...