আন্দোলনের নেপথ্যে কী
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০১:১৭ এএম
‘গুলশান, মহাখালী ও বনানী রোডে পোলাপানরা সব সড়কে বইসা আছে, তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় চায়, এমন আন্দোলন চলছে আমি তো জানি না। এখন এ রাস্তা দিয়ে তেমন কোনো গাড়ি চলতাছে না। আমি এখন টাঙ্গাইলে কেমনে যামু বাবা’।গতকাল রোববার বিকেল ৪টার ঢাকায় পরিচিত একজনকে ফোন করে এভাবেই কথাগুলো বলছিলেন, যাতায়াতে বাধা...