কনে সেজে বিয়ের পিঁড়িতে বসেছিলেন, কিন্তু বর এলেনই না
আগস্ট ১০, ২০২৫, ০৭:২০ পিএম
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্তের জীবনের এক সময় যেন হুবহু সিনেমার গল্প। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে মুখ খুললেন তিনি, শোনালেন সেই দিনের কথা, যেদিন কনে সেজে বিয়ের পিঁড়িতে বসেছিলেন, অতিথিরা আসছিলেন, খাচ্ছিলেন, চলে যাচ্ছিলেন… কিন্তু বর এলেনই না।
দেবলীনা দত্ত। ছবি - সংগৃহীত
হবু স্বামী ও তাঁর পরিবারের ফোন বন্ধ, সাড়া নেই...