কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্তের জীবনের এক সময় যেন হুবহু সিনেমার গল্প। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে মুখ খুললেন তিনি, শোনালেন সেই দিনের কথা, যেদিন কনে সেজে বিয়ের পিঁড়িতে বসেছিলেন, অতিথিরা আসছিলেন, খাচ্ছিলেন, চলে যাচ্ছিলেন… কিন্তু বর এলেনই না।
-20250810130735.webp)
হবু স্বামী ও তাঁর পরিবারের ফোন বন্ধ, সাড়া নেই কোথাও। সেই মুহূর্তে ভেঙে পড়া বা প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও কিছুই করেননি দেবলীনা।
পাশে ছিলেন হাতে গোনা কয়েকজন বন্ধু, যাদের মধ্যে ছিলেন তথাগত মুখার্জী। পরে সেই তথাগতই হন তাঁর স্বামী, যদিও আজ তাঁরা এক ছাদের তলায় থাকেন না, সম্পর্কও প্রায় নামমাত্র।

দেবলীনার চোখে তথাগতের সঙ্গে কাটানো নয় বছরের দাম্পত্যই জীবনের সেরা সময়। তাঁর ভাষায়, ‘আমাদের জুটিটাকে দর্শক যতটা পছন্দ করতেন, আমিও ঠিক ততটাই পছন্দ করতাম। ওই ৯ বছর আমার জীবনে কাটান শ্রেষ্ঠ ন’টা বছর বলে আমি মনে করি।’
তবে বর্তমানে সময়টা মোটেও ভালো যাচ্ছে না অভিনেত্রীর। কাজে ডাক মিলছে না, অভিযোগ তাঁর প্রতিবাদের রাজনীতিতে জড়িয়ে পড়া। চিকিৎসক আন্দোলনে অংশ নেওয়া থেকে পূজার ইভেন্ট বাতিল-সব মিলিয়ে যেন এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে তাঁর ক্যারিয়ারের সামনে। দেবলীনার কণ্ঠেই শোনা গেল ক্ষোভের সুর - ‘আমার নাম বলতেই ঝামেলা হয়।’

এ যেন এক অভিনেত্রীর জীবনের মঞ্চে ঘটে যাওয়া নাটক - যেখানে বিয়ের মণ্ডপ থেকে শুরু করে শিল্পীজীবনের মশাল মিছিল পর্যন্ত, প্রতিটি দৃশ্যেই চমক আর অদ্ভুত মোড়।
আপনার মতামত লিখুন :