শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায়কে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন স্থানে নাশকতা চলছে। রোববার (১৬ নভেম্বর) মধ্যরাত থেকে সোমবার (১৭ নভেম্বর) রাত পর্যন্ত আগুনে পুড়েছে ১৮টি যানবাহন, সবমিলিয়ে মোট ৫৭টি গাড়ি দগ্ধ হয়েছে।
এদিকে, মানিকগঞ্জে আগুনে দগ্ধ হয়ে এক বাস চালকের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সর্বমোট তিনজনের মৃত্যু হয়েছে যার দুইজন আগুনে দগ্ধ হয়ে ও একজন পানিতে ডুবে মারা গেছেন।
গ্রামীণ ব্যাংক ও অন্যান্য স্থাপনায় আগুন: সর্বশেষ ২৪ ঘণ্টায় গ্রামীণ ব্যাংকের চারটি স্থাপনা ও একটি ভূমি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। চার জেলায় সড়কে গাছ কেটে অবরোধ করা হয়েছে। রাজধানীতে ২৫, নারায়ণগঞ্জে ১২ এবং যশোরের অভয়নগর থেকে ৯ জনকে আটক করা হয়েছে।

মানিকগঞ্জে দগ্ধ চালকের মৃত্যু: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) সোমবার সকাল ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।
শিবালয় থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, বাসমালিকের মামলায় হত্যার ধারা যুক্ত করা হবে।
যানবাহনে আগুন ও অবরোধ: সিলেটে একটি গ্যারেজে ১২টি যানবাহন পুড়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে, কুমিল্লার চৌদ্দগ্রামে, কিশোরগঞ্জে ও গাজীপুরে বিভিন্ন যানবাহন ও পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে।
সড়কে গাছ কেটে ও বালু ফেলে অবরোধ করা হয়েছে, বিশেষ করে পাবনা, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও চট্টগ্রামে।
মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মশাল মিছিল করা হয়। রাজধানীর মৌচাক ও মিরপুর-১ নম্বরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশ পাঁচটি ককটেল ও দুটি পেট্রোল বোমা উদ্ধার করেছে।
পুলিশ ও প্রশাসনের প্রতিক্রিয়া: স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। তবে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষজন উদ্বিগ্ন ও আতঙ্কিত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন