যাদের জীবনে নেই  উৎসবের আমেজ
                          এপ্রিল ৬, ২০২৫,  ১১:১০ এএম
                          শুধু ঈদের আনন্দই নয়, কোনো উৎসবের আমেজ ছুঁয়ে যায় না তাদের। ঈদ কিংবা কোরবানিসহ বিভিন্ন উৎসবের টানা ছুটিতে নানা বয়সি নারী-পুরুষ আনন্দ ভাগাভাগি, নতুন পোশাক, ভালো খাবার আর প্রিয়জনের সঙ্গে কাটান বিশেষ মুহূর্ত। কিন্তু অনেকের সে সুযোগ নেই। কর্তব্যের বাধ্যবাধকতা আর অর্থাভাবে ঈদের আনন্দ তাদের কাছে দুঃখ আর হতাশার এক নাম।...