খালেদ উসমানীর ‘পাগলের প্রেম’
ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০২:৩৭ পিএম
ট্রাজেডি-রোমান্স ও কমেডির মিশ্রণে ভিন্নধর্মী প্রেমের গল্পে তরুণ নির্মাতা খালেদ উসমানী সম্প্রতি নির্মাণ করেছেন একক নাটক ‘পাগলের প্রেম’। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তরুণ অভিনয়শিল্পী নাজিম ও নেহা মনি। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।এই নাটকের অভিনয়শিল্পী নেহা মনি বাংলাদেশ টেলিভিশনে একটি নাটকের মধ্যে দিয়ে শোজিবে যাত্রা শুরু করেন। এরপর অসংখ্য...