ট্রাজেডি-রোমান্স ও কমেডির মিশ্রণে ভিন্নধর্মী প্রেমের গল্পে তরুণ নির্মাতা খালেদ উসমানী সম্প্রতি নির্মাণ করেছেন একক নাটক ‘পাগলের প্রেম’। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তরুণ অভিনয়শিল্পী নাজিম ও নেহা মনি। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।
এই নাটকের অভিনয়শিল্পী নেহা মনি বাংলাদেশ টেলিভিশনে একটি নাটকের মধ্যে দিয়ে শোজিবে যাত্রা শুরু করেন। এরপর অসংখ্য টিভি নাটক এবং ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করেছেন তিনি। বর্তমানে চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনে তার দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। ‘পাগলের প্রেম’ নাটক প্রসঙ্গে দৈনিক রূপালী বাংলাদেশকে নেহা মনি বলেন, ‘সম্প্রতি আমার অনেক ভালো কাজের সুযোগ হয়েছে। তবে এই গল্পটি সম্পূর্ণ আলাদা। ভিন্ন ধর্মী প্রেমের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। নির্মাতা খালেদ উসমানী তার অসাধারণ লেখনী ও নির্মাণ দক্ষতায় দারুণ একটি নাটক নির্মাণ করেছেন। গল্পটি দর্শক উপভোগ করবেন।’
তিনি আরো বলেন, ‘পাশাপাশি সমাজ বাস্তবতায় একটি পাগলের জীবন কাহিনির জীবন্ত রুপ পর্দায় ফুটে উঠবে। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তরুণ প্রজন্ম একাধিক বার্তা পাবে। দুটি আঞ্চলিক ভাষা সহ বাংলা ভাষার বহুরূপ নিয়ে ট্রাজেডি ও রোমান্টিক সংলাপে নির্মিত এই গল্পে আমি নিজেকে দর্শকদের কাছে ভিন্ন ভাবে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। আশা করি, দর্শকরা গল্পটি পছন্দ করবে।’
নির্মাতা খালেদ উসমানী বলেন, ‘দীর্ঘ দিনের স্বপ ছিল এ রকম একটি গল্প নিয়ে কাজ করব। নাটকের শিল্পীরা তাদের অসাধারণ অভিনয় দক্ষতায় গল্পকে জীবন্ত করে তুলেছেন। তাদের অভিনয়ে এই গল্পে একজন লেখক ও নির্মাতা হিসেবে আমার কল্পনাকে বাস্তবিক রুপে পেয়েছি। আশা করি, এই নাটক দর্শক জনপ্রিয়তার শীর্ষে থাকবে।
নাটকে পাগলের চরিত্রে অভিনয় করেছেন সিলেটের আঞ্চলিক নাটকের দর্শকপ্রিয় অভিনেতা নাজিম। নাটকে আরো অভিনয় করেছেন শিশুশিল্পী মারিয়া, জয়ন্ত, মিসবাহ, সাকিব, রাফা, খোকন প্রমুখ। খুব শিগগিরই এটি প্রচারে আসবে বলে জানা গেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন