শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন চকপাঁচপাড়া চৌরাস্তা মোড় এলাকার ‘রহীমা ও আরিফা খাতুন মহিলা মাদ্রাসা ও এতিমখানা’র ৫ম তলাবিশিষ্ট ভবন নির্মাণের জন্য ১০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। গতকাল মঙ্গলবার ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ, রহীমা ও আরিফা খাতুন মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মো. শফিকুল ইসলামের কাছে ওই অনুদানের চেক প্রদান করেন। ওই অনুদানের চেক প্রদানকালে অন্যদের মধ্যে রহীমা এবং আরিফা খাতুন মহিলা মাদ্রাসা ও এতিমখানার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল কাফি এবং ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো. কামাল মিয়া উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন