শেরপুরের শ্রীবরদীতে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৬ বস্তা সরকারি সার জব্দ করেছে প্রশাসন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুজা ও স্থানীয় কয়েকজন গ্রামবাসী।
অভিযানে মোশারফ হোসেন বাবু নামের এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে বিএডিসির ৬৬ বস্তা এমওপি এবং ৪০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।
প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারি ডিলারদের কাছ থেকে এসব সার সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গোপনে মজুদ করেছিলেন মোশারফ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।
জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।
ইউএনও মনীষা আহমেদ বলেন, সরকারি সার মজুদের এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষকদের জন্য বরাদ্দ সার কালোবাজারে বিক্রির যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি সতর্ক করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন