৩০ হাজার নারীর ভাগ্যের চাকা ঘুরিয়েছে যে হাট
আগস্ট ৫, ২০২৫, ০৩:৩২ পিএম
ভোর পেরোনোর আগেই সরব হয়ে ওঠে ঢাকা-সিলেট মহাসড়ক। এক পাশে সারি সারি ভ্যান, অন্য পাশে থেমে থাকা ট্রাকের বহর। ট্রলিতে চাপানো গাঁটের পর গাঁট নামছে-উঠছে—এ যেন রাতের আঁধারে শুরু হওয়া কাপড়ের উৎসব।
এ দৃশ্য ভুলতার গাউছিয়া মার্কেটের। সপ্তাহের একদিন—মঙ্গলবার, আর সেই দিনেই জমে ওঠে দেশজুড়ে খ্যাত ‘লক্ষীর হাট’। নারীর পায়ের পদচারণায় মুখরিত...