বাঁশের পণ্য বিক্রি করে সংসার চলে সালাউদ্দিনের
জানুয়ারি ৩১, ২০২৫, ০৯:১০ পিএম
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বগুড়ার দুপচাঁচিয়া ধাপ সুলতানগঞ্জ হাটে বাঁশের পণ্য বিক্রি করে সংসার চালান সালাউদ্দিন। হাটে বাঁশশিল্প অনেকেরই গুরুত্বপূর্ণ জীবিকা জোগায়। প্রায় ২০-২৫ পরিবার বাঁশ থেকে তৈরি পণ্য বিক্রি করে জীবিকা চালায়। বাঁশের পণ্য যেমন-ডালা, চালুন, কুলা, ঝাড়ু চাতায়সহ বিভিন্ন রকমারি বিক্রি করে।দুপচাঁচিয়া ধাপ সুলতানগঞ্জ হাট সপ্তাহে দুই দিন-রোববার ও বৃহস্পতিবার...