বুন্দেসলিগা শীর্ষস্থান পোক্ত করল বায়ার্ন
মার্চ ১, ২০২৫, ১১:৩৪ এএম
জার্মান লিগ বুন্দেসলিগায় স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করেছে বায়ার্ন মিউনিখ। দলের পক্ষে গোল করেছেন মাইকেল ওলিস, লিয়ন গোরেৎজকা এবং কিংসলি কোম্যান।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এমএইচপি অ্যারেনা-তে বায়ার্নকে আতিথ্য দেয় স্টুটগার্ট। এদিন ম্যাচের শুরুতেই কিছুটা পিছিয়ে পড়েছিল বায়ার্ন, কারণ ৩৪ মিনিটে মিডফিল্ডার অ্যাঞ্জেলো স্টিলার স্টুটগার্টকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। তবে,...