বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
                          মে ২৪, ২০২৫,  ০৮:৫৩ এএম
                          বিশ্ববাজারে টানা চার দফায় কমেছে জ্বালানি তেলের দাম। এপ্রিলের পর এই প্রথমবার সপ্তাহজুড়ে তেলের মূল্য কমলো। 
বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাস (OPEC+) যদি উৎপাদন বাড়ায়, তাহলে বাজারে অতিরিক্ত তেল সরবরাহ হতে পারে- এই আশঙ্কায় দাম কমেছে।
শুক্রবার (২৩ মে), ব্রেন্ট ক্রুড নামের তেলের দাম ব্যারেলপ্রতি দাঁড়ায় ৬৪.১৩ ডলার, যা আগের দিনের তুলনায় ৩১...