যে কারণে প্রতি বছর বেড়েই চলেছে ব্যাটের চাহিদা
ডিসেম্বর ৩, ২০২৫, ০২:২১ পিএম
লন্ডনের লর্ডস মাঠে ক্রিকেটে খেলোয়াড়রা যখন ব্যাট বদলাচ্ছে আর কমেন্টেটররা বলছে ‘ডিউকস বল’ এখন খুবই নরম হয়ে গেছে, তখন আরেকটি চুপচাপ পরিবর্তনও ঘটছে—ব্যাটের সংখ্যা বাড়ছে। এক খেলোয়াড় পাঁচ দিনের ম্যাচে চারটি ব্যাট ব্যবহার করলেন, সবই প্রয়োজনীয়তা নয়, কিছু ব্যাট শুধু আলাদা অনুভূতির জন্য নেওয়া হয়েছে।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিং জানান,...