পর্যটকে মুখরিত মারমেইড শেষ হলো ৩ দিনের বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল
ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৩:৫২ পিএম
শেষ হলো তিনদিনের বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল। নাচ, গান, আলো ও সংস্কৃতির দৃষ্টিনন্দন আয়োজন উপলক্ষে মারমেইড বিচ রিসোর্টের আঙিনায় সাজানো হয় পৃথক ছয়টি মঞ্চ। গভীর রাত পর্যন্ত পৃথক মঞ্চে চলে ভিন্নভিন্ন পরিবেশনা।একদিকে চলছে ডিজে, অন্যদিকে কাঁকড়াসদৃশ মঞ্চে তিন পার্বত্য জেলা—বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে আসা ম্রো, মারমা, ত্রিপুরা, চাকমা, পাংখোয়া তরুণীরা...