নিজের হৃৎপিণ্ড ব্যাগে নিয়ে ঘুরে বেড়ান এই হৃদয়হীনা নারী!
এপ্রিল ২৩, ২০২৫, ১০:৩৬ পিএম
সেলহা হোসেইনের হৃৎপিণ্ড দুর্লভ রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসকরা তাকে একটি কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে দেন। হৃদপিণ্ডটি ব্যাটারিচালিত পাম্পের মাধ্যমে চলে, যেটি একটি ছোট ব্যাগে বহন করতে হয়।
সময়টা ২০১৭ সালের জুন মাস। হঠাৎ একদিন প্রচণ্ড শ্বাসকষ্ট হতে থাকে সেলহার। সে সময় তিনি নিজেই গাড়ি চালিয়ে এসেক্সের ক্লেহলে পারিবারিক ডাক্তারের কাছে পৌঁছান।
পরে সেখান থেকে স্থানীয় হাসপাতালে...