যে কারণে অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেন না ম্রুণাল
আগস্ট ৬, ২০২৫, ০৮:৪২ পিএম
মুম্বাইয়ের মারাঠি ঘরের মেয়ে ম্রুণাল ঠাকুর। বলিউডে পা রেখেছেন বছর দশেক আগে, কিন্তু খোলামেলা দৃশ্য নিয়ে তার ‘না’ বলার সিদ্ধান্ত এখনও টাটকা গসিপের খোরাক! জন্মদিনে এসে গুঞ্জনের গরম তেলটা যেন আরও জ্বলে উঠেছে।
একটি সাক্ষাৎকারে ফেঁসে গেছেন নিজেই। সোজাসাপ্টা স্বীকার করে ফেলেছেন, ‘পরিবারের আপত্তি ছিল, আমিও রাজি ছিলাম না। কিন্তু একটা...