আ. লীগ সিন্ডিকেটের অবসান, রাজস্ব আয় চারগুণ বৃদ্ধি!
মার্চ ২, ২০২৫, ০২:৪৭ পিএম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর দুওসুও ইউনিয়নের ঐতিহ্যবাহী দুও পুকুরের ইজারা মূল্য চার গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ৩ একর ২৬ শতক আয়তনের এ সরকারি বদ্ধ জলমহালটি ১৪৩২-১৪৩৪ বঙ্গাব্দের জন্য ৯,৮০,০০০ টাকায় ইজারা দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ১৪২৯-১৪৩১ বঙ্গাব্দে একই পুকুর ২,৪০,৭৫০ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে ইজারার দাম কম ছিল।...