যমুনাসহ ৫ নদী থেকে প্রতি রাতে কোটি টাকার বালু লুট
                          এপ্রিল ২২, ২০২৫,  ১১:২৪ পিএম
                          গাইবান্ধার অন্তত ২১টি পয়েন্টে বালুদস্যুরা তৎপর হয়ে উঠেছে। তারা তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদী থেকে রাতভর বালু উত্তোলন করছে।
বালুভর্তি প্রতি ট্রাক ও প্রতি নৌকার জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও মাস্তানদের তিন শ টাকা দিলেই খালাস। আর এই এক ট্রাক ভেজা বালু রাতেই খালাস করা হয় ১২ শ টাকায়।  
স্থানীয়...