পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ১১ দিন যাবৎ নদীতে পানি বাড়ছে। এ অবস্থায় চরাঞ্চল ও নদীতীরের নিম্নাঞ্চলের আবাদি জমির ফসল তলিয়ে যাচ্ছে।
এ ছাড়াও নদীতীরের ৫টি উপজেলা সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালীতে ভাঙন আতঙ্ক বিরাজ করছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) হাফিজুর রহমান বলেন, ‘আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে ৯৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও ২/৩দিন পানি বাড়তে পারে। তবে এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন