ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে সোমবার (১৭ নভেম্বর) শিক্ষকদের সংগঠন সাদা দল আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শেখ হাসিনা অমানবিকভাবে গুম, খুন ও নির্যাতন করলেও দেশের বুদ্ধিজীবীরা এ নিয়ে কখনো মুখ খোলেননি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা যেসব বক্তব্য দিল্লিতে দেন, সেগুলোতে যদি সক্ষম হতেন, তারা জনমত গঠন করত। কিন্তু সেই সুযোগ নেই বলে তারা কোনো প্রতিবাদ করতে পারছেন না।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র সংস্কারের আগে দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তন করা অত্যাবশ্যক। তিনি সতর্ক করেন, তা না হলে আইন ও নীতি প্রয়োগেও কোনো কার্যকারিতা হবে না।
বিএনপির এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং ভোট ইস্যুতে যারা অস্থিরতা তৈরি করছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। যথাসময়ে নির্বাচন যেন বাধাগ্রস্ত হয় বা বিলম্বিত হয়, সেই পরিকল্পনা চলছে।
এছাড়া তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, একটি দল যমুনা ঘেরাও থেকে সরে এসেছে, কয়দিন পর গ্রামেগঞ্জে ভোট চাইতে নেমে পড়বেন তাদের নেতারা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন