‘প্রাক্তন’ দিয়েই নবযাত্রা রোকেয়া আছ্হাবের
মার্চ ২৪, ২০২৫, ০১:৪৭ পিএম
রোকেয়া আছ্হাব, মনেপ্রাণে একজন গানের মানুষ। যার গানের ভুবনে যাত্রা শুরু হয়েছিল ছোটবেলায় ‘ছায়ানট’-এ গান শেখার মধ্যদিয়ে। ছায়ানটের হুমায়ূন রোকেয়ার বাসায় এসে তাকে প্রায় পাঁচ বছর গান শিখিয়েছেন। আবার মায়ের দিকের আত্মীয় রোকেয়ার দুই ভাই ইরফান ও মারুফ শান্তিনিকেতনে গান শিখেছেন। তারাও রোকেয়ার বাসায় এসে গান নিয়েই গল্প আড্ডা দিতেন। তাদের...