বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০১:৪৭ পিএম

‘প্রাক্তন’ দিয়েই নবযাত্রা রোকেয়া আছ্হাবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০১:৪৭ পিএম

‘প্রাক্তন’ দিয়েই নবযাত্রা রোকেয়া আছ্হাবের

ছবি: রোকেয়া আছ্হাব

রোকেয়া আছ্হাব, মনেপ্রাণে একজন গানের মানুষ। যার গানের ভুবনে যাত্রা শুরু হয়েছিল ছোটবেলায় ‘ছায়ানট’-এ গান শেখার মধ্যদিয়ে। ছায়ানটের হুমায়ূন রোকেয়ার বাসায় এসে তাকে প্রায় পাঁচ বছর গান শিখিয়েছেন। 

আবার মায়ের দিকের আত্মীয় রোকেয়ার দুই ভাই ইরফান ও মারুফ শান্তিনিকেতনে গান শিখেছেন। তারাও রোকেয়ার বাসায় এসে গান নিয়েই গল্প আড্ডা দিতেন। তাদের কাছেও গানে তালিম নেওয়ার সুযোগ হয়েছে রোকেয়ার। পরবর্তীতে সত্য সাহা সংগীত একাডেমিতে তিনি কণ্ঠ দেবনাথ ও হাওলাদার স্যারের কাছে গান শিখেছেন। 

যে কারণে বলা যায় মোটামুটি গানে নিজেকে ঠিকঠাকভাবে গড়ে তুলেই গানের ভুবনে যাত্রা শুরু হয়েছিল রোকেয়ার। এক বছরেরও বেশি সময় আগে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হয়েছেন। যে কারণে আরও বেশি অনুপ্রাণিত হয়ে গান করছেন তিনি। এরইমধ্য দুদিন আগেই প্রকাশিত হলো রোকেয়ার কণ্ঠে মৌলিক গান ‘প্রাক্তন’। 

গানটি লিখেছেন ও সুর করেছেন ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য গীতিকার কবির বকুল। গানটি ইউটিউবে প্রকাশের পর থেকেই রোকেয়া একটু একটু করে বেশ ভালো সাড়া পেতে শুরু করেছেন। কাছের মানুষেরা তাকে ভীষণ অনুপ্রেরণা দিচ্ছেন। রোকেয়াও ভীষণ উচ্ছ্বসিত। আগামীতে আরও মৌলিক গান করার জন্য সাহস পেলেন তিনি। 

রোকেয়া আছ্হাব বলেন,‘ গানে এখন আমি পূর্ণ মনোযোগ দিতে চাচ্ছি বলেই মৌলিক গান দিয়ে ফেরা। গিটারিস্ট দীপন ভাইও আমাকে ভীষণ অুনপ্রেরণা দিয়েছেন। কবির বকুল ভাইয়ের গান আমার ভীষণ ভালোলাগে। তাই তার কথা ও সুরে গানটি করেছি। গানটি প্রকাশের পর অনেকের ভালো লাগছে, তাতেই যেন নিজের ভেতর অন্যরকম ভালোলাগা কাজ করছে।’ 
 

রূপালী বাংলাদেশ

Link copied!