সাদাপাথর ছাড়া প্রশাসনে বাকি সবই উপেক্ষিত
আগস্ট ৩০, ২০২৫, ১০:৩৫ এএম
প্রশাসন নিজের গা বাঁচানোয় এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই যে জায়গা থেকে গন্ধ ছড়াচ্ছে, তারা ঠিক সেই জায়গা মেরামতের চেষ্টা করছে। অন্যদিকে তাদের মনোযোগ কম। সাদাপাথর ছাড়া প্রশাসনে বাকি সব কোয়ারি এখন উপেক্ষিত। শুধু সাদাপাথর নয়, সিলেটের সব পাথর কোয়ারি কঠোর নজরদারিতে রাখতে হবে। তা না হলে পাথরখেকো চক্র আবারও...