থানা হবে সেবাকেন্দ্র, পুলিশ হবে সেবক: ডিআইজি
                          আগস্ট ১, ২০২৫,  ১০:৩৮ পিএম
                          থানায় কেউ এসে যেন হেনস্তার শিকার না হন, সুনির্দিষ্ট আইনি সহায়তা যেন নির্দ্বিধায় পান, আর পুলিশ যেন তাদের সহযোগী হয়—আমাদের লক্ষ্য এটাই। এভাবেই থানাসেবাকে জনবান্ধব করতে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় নাটোরের লালপুর থানায় সেবাধর্মী কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। 
এ সময় তিনি বলেন,...