সর্বজনীন পেনশন সিস্টেমের সব ধরনের অনলাইন সেবা চার দিনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৯টা থেকে এই সেবা বন্ধ হয়ে গেছে এবং তা চলবে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত।
পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, সিস্টেমের পারফরম্যান্স ও নিরাপত্তা আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। এ জন্য নির্ধারিত সময় পর্যন্ত পেনশন সংক্রান্ত অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে একটি নোটিশ জারি করা হয়।
নোটিশে আরও জানানো হয়, এই সময়ে যেসব পেনশন গ্রহীতার মাসিক চাঁদা জমার নির্ধারিত সময়সীমা শেষ হবে তাদেরকে অতিরিক্ত কোনো জরিমানা দিতে হবে না। সময়সীমা পেরিয়ে গেলেও তারা জরিমানা ছাড়া চাঁদা পরিশোধ করতে পারবেন।
সেবাবঞ্চিত পেনশন হোল্ডারদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন