‘অজি না থাকলে হেভি মেটালের জন্মই হতো না’
জুলাই ২৩, ২০২৫, ০৯:৪৭ পিএম
হেভি মেটাল মানেই আগ্রাসী লিরিকস, ভারী গিটার রিফ, যুদ্ধের দামামার মতো উচ্চলয়ে বেজে চলা ড্রামস, মেঘনাদের মতো গা শিউরে ওঠা কণ্ঠ...সব মিলিয়ে এক অভূতপূর্ব অভিজ্ঞতা, যার কেন্দ্রবিন্দুতে ছিল একটি ব্যান্ড, ব্ল্যাক সাবাথ। ব্ল্যাক সাবাথের গানে ছিল আতঙ্ক, বিদ্রোহ, হতাশা আর ছক ভাঙা সুরের বিস্ফোরণ। আর এই ব্যান্ডের সম্মুখভাগে যে মানুষটি ছিলেন,...