ভুঁড়ি বিড়ম্বনায় ভারতীয়রা
এপ্রিল ১৩, ২০২৫, ০৭:৫৮ পিএম
এক সময় পুরুষের অহংকার ছিল মেদ বা ভুঁড়ি। রাজা-বাদশাদের আমলে যা বিলাসিতার প্রতীক ছিল। তারা সর্বদাই আরাম-আয়েশ, আনন্দ-ফুর্তিতে মত্ত থাকতো। ফলে ভুঁড়ি প্রায় নিশ্চিতই ছিল। সময় বদলেছে। রাজা-বাদশা নেই, রয়েছে অলস মানুষ, ঘুষখোর-সুদখোর। একদা শরীরের যে অংশটি ছিল গর্বের, এখন তা হয়েছে উপহাসের বিষয়। প্রচলিত সমাজে মেদ থাকাকে ভালো স্বাস্থ্যের...