জমিতে নয় ছাদের ওপর বোতলে ধান চাষ
ডিসেম্বর ২, ২০২৪, ০৯:২৯ পিএম
ছাদের ওপর ধান চাষ। এরই মধ্যে গাছগুলো বড় হয়ে ভালো ফলনও হয়েছে, আর ধানের সুগন্ধিও ছড়িয়ে গেছে আশেপাশে। বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালাইড সাইন্সেস (ইনমাস) ক্যাম্পাসের ছাদে ধান চাষ, এখন যেই খবর পাচ্ছেন সেই ছুটে যাচ্ছেন একবারের জন্য। আর এই সাফল্যে বেজায় খুশি উদ্যোক্তারাও।উদ্যোক্তারা...