শুক্রবার, ০৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


আহাদ তালুকদার, আগৈলঝাড়া

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৯:২৯ পিএম

জমিতে নয় ছাদের ওপর বোতলে ধান চাষ

আহাদ তালুকদার, আগৈলঝাড়া

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৯:২৯ পিএম

জমিতে নয় ছাদের ওপর বোতলে ধান চাষ

ছবি: রূপালী বাংলাদেশ

ছাদের ওপর ধান চাষ। এরই মধ্যে গাছগুলো বড় হয়ে ভালো ফলনও হয়েছে, আর ধানের সুগন্ধিও ছড়িয়ে গেছে আশেপাশে। বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালাইড সাইন্সেস (ইনমাস) ক্যাম্পাসের ছাদে ধান চাষ, এখন যেই খবর পাচ্ছেন সেই ছুটে যাচ্ছেন একবারের জন্য। আর এই সাফল্যে বেজায় খুশি উদ্যোক্তারাও।

উদ্যোক্তারা জানিয়েছেন, এত বড় পরিসরে ধান চাষ বিশেষ করে উৎকৃষ্ট মানের কালিজিরা জাতের ধানের চাষ বরিশাল তথা গোটা বাংলাদেশেই আরেকটি নেই। সেই সাথে খরচ ও পরিশ্রমও তেমন একটা হয়নি এভাবে ধান চাষে। শুধু মেধাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হয়েছে।

ইনমাস বরিশালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালক ডা. নাফিসা জাহান জানান, এত বড় পরিসরে ধান চাষের কথা দেশের অন্য কোথাও শুনিনি, দুই একটা শখ করে লাগাতে পারে তবে এতগুলো চাড়া বা এতবড় বাগান করার সাহস কেউই করেনি। তিনি বলেন, এই বাগানের পুরো কৃতিত্ব বাগান পরিচর্যাকারীদের। দুই ও পাঁচ লিটারের পানির এবং তেলের বোতল ব্যবহার করা হয়েছে এ বাগানে। প্রতিটি বোতলের কাটা অংশে ৩-৪ টা করে চারা বসানো হয়েছে।  আর এ বোতলগুলো আমাদের ব্যক্তিগত জিনিসপত্র ফেরিওয়ালার কাছ থেকে বদল করে সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, অন্য বাগানের মতো বাড়তি খরচ হয়নি, আমাদের নিচের বাগানের বার্ষিক বাজেটের মধ্য থেকেই এখানে খরচ করা হয়েছে।

বাগানের পরিচর্যাকারী ও মালি আনোয়ার হোসেন জানান, প্রতিষ্ঠানটিতে উন্নয়নমূলক কাজ চলমান থাকায় নিচে বাগানের কাজ পরিচালনা করা সম্ভব ছিল না। তাই মূল ভবনের ছাদে বাগান করার কথা জানান কর্মকর্তাদের। বিশেষ করে ইনমাস বরিশালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালক ডা. নাফিসা জাহান এতে শুরু থেকেই সায় দেন। পরবর্তীতে বাৎসরিক নার্সারির খরচের মধ্যেই ধান চাষের এ উদ্যোগ নেয়া হয়।

মালি আনোয়ার হোসেন বলেন, গোটা ছাদ জুড়ে কয়েকশত বোতলের গাছ এখন যখন বড় হয়ে তাতে ধান হয়েছে, সবাই তো মহাখুশি। ছাদে ধান চাষের বিষয়টি এখন কোনো অংশে খারাপ লাগছে না, ফুল-ফলের থেকেও বাগানটি দেখতে ভালো লাগছে। ছাদে ধান চাষটা একটি অন্যরকম আনন্দ দিয়েছে আমাদের।

তিনি বলেন, আমি চেষ্টা করেছি নতুন কিছু করার। পরীক্ষামূলক উদ্যোগেই এখন সফল, তাই খুবই ভালো লাগছে। তেমন খরচ ও পরিশ্রমও হয়নি। পোকা-মাকরের বালাইও তেমন একটা নেই। আর তেলের বোতলে ধান চাষ করার কারণ মাটির সাথে পানিও ধরে রাখা সম্ভব হয়েছে। সেইসাথে ছাদেরও কোনো ক্ষতি হচ্ছে না।

প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, ইনমাস বরিশালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালক ডা. নাফিসা জাহান (সপ্না)র উদ্যোগে এবং মালি আনোয়ার হোসেনের প্রচেষ্টা ও পরিচর্যায় এরকম একটি ছাদ কৃষি হবে কেই কল্পনা করেনি। এই প্রথম ছাদে এত সুন্দর ধান চাষ দেখলাম সবাই। আমরা চাই এটি সময়ের সাথে সাথে আরও ছড়িয়ে পড়ুক।

উল্লেখ্য, মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি পরিবেশকে ভালো রাখতে ছাদ বাগানে ফুল, ফল ও সবজির চাষাবাদ করে ব্যাপক সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি।


 

আরবি/জেডআর

Link copied!