সোমবার, ০৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ১০:২৮ এএম

দিল্লি থেকে শেখ হাসিনা কি লন্ডন যাচ্ছেন, যা জানা গেল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ১০:২৮ এএম

৫ আগস্ট শেখ হাসিনার ভারত পালানোর মুহূর্ত।      ছবি- সংগৃহীত

৫ আগস্ট শেখ হাসিনার ভারত পালানোর মুহূর্ত। ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের পথে রওনা হয়েছেন এবং তাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার ভারতের আকাশসীমায় উড্ডয়ন করছে। ভিডিওটিতে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা-র লোগোও দেখা যায়।

ভিডিওতে বলা হয়, শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি পশ্চিমবঙ্গ থেকে দিল্লির দিকে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে তিনি সেখান থেকে লন্ডন যাবেন। একই সঙ্গে প্রতিবেদনে দাবি করা হয়, ‘৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর ঢাকার রাস্তায় বিক্ষোভ চলছে’- যা ‘এই মুহূর্তের’ দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

তবে রোববার (৬ জুলাই) ‘রিউমর স্ক্যানার টিম’-এর অনুসন্ধানে দেখা গেছে, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক নয়; বরং ২০২৪ সালের ৫ আগস্টে প্রকাশিত একটি পুরোনো ভিডিও।

রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে ‘দিল্লি হয়ে লন্ডনের পথে শেখ হাসিনা’ শিরোনামে একটি ভিডিও ২০২৪ সালের ৫ আগস্টে প্রচারিত হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওটি সেখান থেকেই কেটে নেওয়া।

রিউমর স্ক্যানার বলছে, ভিডিওতে উল্লিখিত দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। শেখ হাসিনার দিল্লি থেকে লন্ডন যাওয়ার বিষয়ে কোনো কূটনৈতিক বা সরকারি সূত্রে এমন তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া, ভিডিওতে দেখানো ঢাকার বিক্ষোভের দৃশ্যও পুরোনো ফুটেজ ব্যবহার করে ‘এই মুহূর্তে’র ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের পুরোনো ও ভুল তথ্যচিত্র ছড়িয়ে রাজনৈতিক বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্য থাকতে পারে। এ ধরনের প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে ও সামাজিক অস্থিরতা উসকে দিতে পারে।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি লন্ডনে গেছেন- এমন কোনো তথ্য সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

রিউমর স্ক্যানার জানিয়েছে, ‘এই ভিডিও ও তথ্য বিভ্রান্তিকর, যা একটি পুরোনো প্রতিবেদন থেকে ছড়ানো হয়েছে। এমন গুজবে কান না দিয়ে, সঠিক ও দায়িত্বশীল সংবাদমাধ্যম অনুসরণ করা উচিত।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!