রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রজেক্ট এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৬ বছর।
তকাল রোববার দুপুরে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুরে দিকে ওই যুবকের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর কুমার দেবনাথ বলেন, গতকাল রোববার দুপুর দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ডেমরা থানাধীন আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রজেক্টের পাশের রাস্তা থেকে লাশ উদ্ধার করা হয়। হাত-পা পিঠ মোড়ানো অবস্থায় বাঁধা ও গলায় কাপড়ের বেল্ট দিয়ে প্যাঁচানো উপুড় হওয়া অবস্থায় ওই যুবকের মরদেহ পাওয়া যায়।’
এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা হত্যাকারীরা ওই যুবককে হাত-পা বেঁধে ও গলায় কাপড়ের বেল্ট দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।’
আপনার মতামত লিখুন :