জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) চুক্তি নবায়ন করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে নবায়নকৃত এ চুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং বিপসটের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান।
এছাড়া বিপসটের সিনিয়র ইন্সট্রাক্টর-১ কর্নেল কাজী নাদির হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. মুরাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবায়িত এই চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিপসট শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত করবে।
পাশাপাশি উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সম্মেলন, সেমিনার ও কর্মশালা আয়োজন করবে এবং গবেষণার প্রয়োজনে তথ্য-উপাত্ত বিনিময়ে একে অপরকে সহযোগিতা করবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিপসটের মধ্যে প্রথম সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন