জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর অবস্থান ধারণ করেই ঐক্য গড়ার চেষ্টা হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশন কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেবে না।
সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দশম দিনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সব বিষয়ে একমত হওয়ার দরকার নেই। বিষয় না হলেও প্রস্তাব সংশোধনের প্রয়োজন হচ্ছে। আলোচনার মধ্য দিয়ে সবাই এক জায়গায় আসার চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না। জাতীয় ঐকমত্য কমিশন কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেবে না।
আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর অবস্থানকে ধারণ করেই ঐক্য গড়ার চেষ্টা হচ্ছে। সময়ের স্বল্পতাকে বিবেচনায় রাখতে হচ্ছে। অনেক কিছু বাদ দিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। কারণ, সব বিষয়ে একমত হওয়া যাবে না। ইতিবাচক আশাবাদী ধারা অব্যাহত রাখতে হবে। একমত হওয়া সম্ভব নয় বলেই কমিশন কিছু কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে।
এ সময় দ্রুত ঐক্যের কাজ শেষ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
আপনার মতামত লিখুন :