শিল্পকারখানায় চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে দলীয় কেন্দ্রীয় নেতৃত্ব। রোববার (৬ জুলাই) সন্ধ্যায় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কারকৃত চার নেতা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার (পাপ্পু), গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান (স্বপন) ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম (সাথী)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ চার নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ড দলের শৃঙ্খলা, নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের বহিষ্কারের বিষয়টি জানিয়ে দিয়েছেন।
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম বলেন, ‘বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ ছিল। কেন্দ্রীয় দল বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে সিদ্ধান্ত নিয়েছে। বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর জায়গা নেই।’
তিনি আরও বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে সরাসরি নজরদারি করেন। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে দল তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।’
আপনার মতামত লিখুন :