ইয়েমেন ও ফিলিস্তিনের একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল। এতে ভেঙে পড়েছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। দুই দেশের যৌথ হামলায় ইসরায়েলের জেরুজালেমের এটজিওন ব্লক, হেবরন ও সীমান্তবর্তী নিরিমসহ আশপাশের এলাকা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে।
রোববার (৭ জুলাই) পৃথক বিবৃতিতে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ভোরে ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেগুলো ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে; তবে সফল হয়েছিল কি না তা এখনো তদন্ত চলছে। তবে কেউ আহত হওয়ার বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।
জানা গেছে, ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার পাল্টা জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাত ৯টার কিছু পর দক্ষিণ গাজা থেকে একটি রকেট ছোড়া হয় এবং এটি নিরিম এলাকার কাছে খোলা জায়গায় আঘাত হানে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রকেট হামলার পর হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।
তারা জানিয়েছে, খান ইউনুসের উত্তরের আল-সাতার ও আল-কারারায় ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া নিরিম ও আইন হাশলোশা এলাকায় ১১৪ মিমি রাজউম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
আপনার মতামত লিখুন :