শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৬:৩৩ পিএম

ইরাকে পাহাড়ের গুহায় ঢুকে প্রাণ গেল ১২ তুর্কি সেনার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৬:৩৩ পিএম

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের পতাকা হাতে এক তুর্কি সেনা। ছবি: আশার্ক আল-আওসাত

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের পতাকা হাতে এক তুর্কি সেনা। ছবি: আশার্ক আল-আওসাত

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন তুরস্কের ১২ সেনা সদস্য। দেশটির উত্তরাঞ্চলে পাহাড়ের একটি গুহায় তল্লাশি করতে ঢুকলে মিথেন গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। 

এতে বলা হয়, নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে এক সামরিক অভিযান চলাকালে নিহত তুরস্কের এক সেনার দেহবাশেষ খুঁজে বের করতে সেখানে গিয়েছিল সেনাদের একটি দল।

গুহাটি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের দুহোক প্রদেশের পর্বতের দুই হাজার ৭৯৫ ফুট উপরে আর সেটি আগে একসময় হাসপাতাল হিসেবে ব্যবহার করত পিকেকে। পরে তুর্কি বাহিনী অভিযান চালিয়ে ওই হাসপাতালটি গুড়িয়ে দিয়েছিল। সেখানেই এক সেনার দেহাবশেষ খুঁজতে গিয়েছিল সেনাবাহিনীর ওই দলটি।

তুরস্কের মন্ত্রণালয়টির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই গুহায় মিথেন গ্যাসের সংস্পর্শে আসা আরও কয়েকজন সেনা অসুস্থ হয়ে পড়েছেন, চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুরস্কের বিরুদ্ধে ৪০ বছর ধরে বিদ্রোহ চালিয়েছিল কুর্দি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক দল পিকেকে। ওই সময় তারা প্রায়ই তুরস্কের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে ঢুকে পড়ত। ইরাকের কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে কয়েক দশক ধরে পিকেকের অনেকগুলো ঘাঁটি ছিল।

এসব ঘাঁটি গুড়িয়ে দিতে ও পিকেকের বিদ্রোহীদের দমন করতে ইরাকের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ঘাঁটি স্থাপন করে তুরস্কের সামরিক বাহিনী।

চলতি বছরের মার্চে তুরস্কের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার পর মে মাসে পিকেকে অস্ত্র সমর্পণ ও দল বিলুপ্তির ঘোষণা দেয়।

Shera Lather
Link copied!