নড়াইলে আন্তঃজেলা ডাকাতদলের অন্যতম প্রধান হোতা তুষার শেখ ও তার স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে লোহাগড়া থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, শনিবার (৫ জুলাই) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে তুষার শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার বাসিন্দা এবং ওয়াদুদ শেখের ছেলে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াগ্রাম থেকে তুষারের দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকেও আটক করা হয়।
এ সময় ২২ ক্যারেটের ১১ আনা ৩ রতি স্বর্ণের চেইন, টাকা এবং ঘরের শো-কেসের ওপর থেকে দুটি কানের দুল উদ্ধার করা হয়। ২০১৫ সালের ৩০ মে থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর পর্যন্ত তুষারের নামে লোহাগড়া থানায় চুরি, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।
এ ছাড়া অন্য থানায় কতটি মামলা আছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, ২০১৫ সালের ৩০ মে থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর পর্যন্ত লোহাগড়া থানায় তুষারের নামে চুরি, ডাকাতিসহ মোট সাতটি মামলা রয়েছে।
এ ছাড়া অন্যান্য থানায়ও তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
ওসি শরিফুল ইসলাম বলেন, ‘তুষার শেখ দীর্ঘদিন ধরেই আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা হিসেবে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আপনার মতামত লিখুন :