গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের অন্তত ১৬টি দোকান ও মালামাল পুড়ে যায়।
সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
কোনাবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কোনাবাড়িসহ আশপাশের স্টেশন থেকে চারটি ইউনিট কাজ শুরু করে। সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।’
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, আগুনে প্রায় দুই কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।
আপনার মতামত লিখুন :