দেবতাখুম হারিয়ে যাওয়ার এক রহস্যময় জলপথ
                          মার্চ ২, ২০২৫,  ০৪:৫৪ পিএম
                          মাঝে মধ্যে শহর ছেড়ে হারিয়ে যেতে ইচ্ছে করে। ইট-কাঠের এই বন্দিদশা, কংক্রিটের বিষণ্ন দেওয়াল, যান্ত্রিক জীবনের ক্লান্ত শব্দ; সবকিছু পেছনে ফেলে কিছুক্ষণের জন্য মুক্ত বাতাসের গন্ধ নিতে ইচ্ছে করে। পাহাড়ের কোলে হারিয়ে যাওয়া, নদীর কলতান শোনা, কিংবা এমন কোনো জায়গায় পা রাখা, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে। করে না ইচ্ছে? তবে...